সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো: কৃষিবিদ হাসান জাফির তুহিন

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

151

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, নির্বাচিত হলে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো।

তিনি এ কথা বলেন সোমবার (৩ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলার বোঁথড়ে নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনের শুরুতে হাসান জাফির তুহিন বিএনপির মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিগত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এবার জনগণ সেই অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে আমি বিশ্বাস করি।

হাসান জাফির তুহিন আরও বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী সবাইকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে শীর্ষ নেতারা ঐক্য বজায় রেখে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার নির্দেশ দিয়েছেন। আমি নিজে তিন উপজেলার সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করবো। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ভোটকেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

তিনি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর অঞ্চলের বয়োজ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। পাবনা-৩ আসন একটি অবহেলিত এলাকা। এ অঞ্চলের শান্তিপ্রিয় মানুষদের সহযোগিতা নিয়ে গণতন্ত্রচর্চার সুন্দর উদাহরণ স্থাপন করতে চাই।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি প্রত্যাশা করি—আপনারা সত্য সংবাদ প্রচার করবেন, বিভ্রান্তিকর ও ভুয়া সংবাদ থেকে বিরত থাকবেন।

এক প্রশ্নের জবাবে হাসান জাফির তুহিন বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করবো। পাশাপাশি গবাদিপশু পালন, দুধ-ডিম-মাছ-মাংস উৎপাদন ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলায় অগ্রাধিকার দেবো। খুব শিগগিরই তিন উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আব্দুদ দায়েন মঞ্জু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এনামুল হক, হাসান জাফির তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির, পুত্র ইফতিশাম জাফির, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুর রহমান, মো. গিয়াস উদ্দিন, রেজাউল করিম তারেক, এ এম জাকারিয়া, শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা যুবদল নেতা গোলজার হোসেন, লিটন বিশ্বাস, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক।