চাটমোহরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

149

পাবনার চাটমোহরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোয়েব রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ।

এ সময় বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

পরে উপজেলার প্রায় দশ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেঁয়াজ, সরিষা, গম, মসুর, খেসারী ও অড়হরসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।