দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

: ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

48

দুই এতিম শিশুর পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশু দুটির মধ্যে একজন আট বছর বয়সী মেয়ে মরিয়ম এবং অপরজন ছয় বছর বয়সী ছেলে ইসমাইল।

পারিবারিক সূত্রে জানা যায়, ইসমাইলের জন্মের আগেই—মায়ের গর্ভে মাত্র তিন মাস বয়সে—তাদের বাবা মারা যান। সম্প্রতি, মাত্র ৩১ দিন আগে, মারা গেছেন তাদের মা-ও। ফলে তারা এখন সম্পূর্ণভাবে অভিভাবকহীন ও অসহায় হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হৃদয়বিদারক জীবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে মানবিক উদ্যোগ গ্রহণ করে শিশু দুটির সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

এ সময় “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ঘোষণা করেন, মরিয়ম ও ইসমাইলের পড়াশোনার জন্য নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে।

এ উপলক্ষে গতকাল পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত পাবনা-৩ আসনের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদত হোসেন, আবু হানিফ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের এই মানবিক উদ্যোগ কেবল দুটি শিশুর জীবনের আশ্রয় নয়, এটি দেশের অসহায় মানুষদের প্রতি তাঁর মমত্ববোধ ও দায়িত্বশীলতার প্রতিফলন।