সিএমপির দুই থানার ওসি রদবদল

: চট্টগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

107

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বদলি করে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (০৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। ওসি আফতাব উদ্দিন চান্দগাঁও থানার সাবেক ওসি ছিলেন। পরে তাকে বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে পদায়ন করা হয়ে। সেখান থেকে বাকলিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে বাকলিয়া থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিনকে কাউন্টার টেররিজম ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে।