দেশের সংকট সব নাটক : মির্জা ফখরুল

: ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

108

দেশের যেসব সংকট ‘সব নাটক, তৈরি করা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আজকে যত সংকট দেখছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। সাধারণ মানুষ এসব কিছু বোঝে না। ওরা শুধু চায় ভোট দিতে। কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। সাধারণ মানুষ কি এই গণভোট, সনদ এগুলা বোঝে? বোঝে না।

তিনি বলেন, দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে না। হাসিনাই তার জ্বলন্ত প্রমাণ।