ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 weeks ago

51

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে এই ঐক্যবদ্ধ নির্বাচনী গণসংযোগ ও গণমিছিল শুরু করে বিএনপি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়কে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনে দলের মনোনয়নপ্রত্যাশীরা।

গণমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১৮ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসন জনগণের আসন। এখানে কেউ দাপট দেখাতে বা ভয় দেখাতে পারবে না। আমরা সবাই মিলেই জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাঠে আছি। দলের প্রতীককে বিজয়ী করতে মনোনয়নপ্রত্যাশীদের এই ঐক্য প্রমাণ করে বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশকে বাঁচাতে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে।’

সমাবেশে মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, ‘আজকের গণমিছিল দেখিয়ে দিল, বিএনপি বিভক্ত নয়। আমরা যেই প্রার্থীই পাই না কেন, জনগণের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ।’

উত্তরের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘এ আসনে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা গডফাদারদের জায়গা নেই। অতীতে যারা জনগণের পেটে লাথি দিয়ে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল, আসন্ন নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে; বিএনপি তথা ধানের শীষকে তারা বিজয়ী করবে।’

সভাপতির বক্তব্যে মহানগর উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন বলেন, ‘বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতেই মাঠে নেমেছে। আমরা যে কেউ মনোনয়ন পাই বা না পাই, ধানের শীষই আমাদের চূড়ান্ত পরিচয়।’

বৃহত্তর উত্তরার উত্তরা-পশ্চিম, উত্তরা-পূর্ব, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী গণসংযোগ ও গণমিছিলে অংশ নেন। সমাবেশ শেষে গণমিছিলটি উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং এলাকা প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করে করছেন, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এই ঐক্যের ধারাবাহিকতা থাকলে আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষ বড় ব্যবধানে বিজয়ী হবে।