মরিচ গাছ চুরি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

: বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 weeks ago

45

বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে মরিচের চারাগাছ চুরির ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত বুধবার (১২ নভেম্বর) দুপুরে বোহাইল ইউনিয়নের নান্দিনার চর বাজারের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জেলসাদ খান (৫৫) বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর চরের মৃত বক্কর খাঁর ছেলে। এ ঘটনায় তার ভাই হোসেন খান (২২) এবং ভাই পেনসিল খানের ছেলে রঞ্জু খান (৩৫) ও দেলোয়ার খান (৪০) গুরুতর আহত হন। একই ঘটনায় অপর পক্ষের চানু খানের ছেলে মিজানুর খান (৪০) এবং সোহেল খানও (২২) আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে জেলসাদ খানের হাইব্রিড মরিচের বিজতলা থেকে চুরি করে মরিচের গাছ নিয়ে এসে নিজের জমিতে রোপণ করেন উত্তর শংকরপুর গ্রামের কালু খানের ছেলে জালাল খান। কিন্তু জালাল খান বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে তখন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। বুধবার দুপুরে নিহত জেলসাদ খান পুনরায় জালাল খানের জমিতে যান। সেখানে তিনি দেখেন একই জমিতে গাছে দুই জাতের মরিচ ধরেছে। তখন তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। এ নিয়ে তিনি ঘটনাস্থলে উচ্চবাচ্য শুরু করেন। পরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে জেলসাদ খানসহ তার পক্ষের চারজন গুরুতর আহত হন। এ ছাড়া একই সংঘর্ষে তার প্রতিপক্ষেরও দুইজন আহত হন। আহতদের প্রথমে জামালপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জেলসাদ খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকালে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।