আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও সুধীসমাবেশে লালু’র উপস্থিতি

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 2 weeks ago

33

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ভান্ডারা পনিরপাড়া আলানুর দাখিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে তিনি বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষা উন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাদ্রাসার ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং প্রজ্ঞা, মূল্যবোধ ও মানবিকতায় সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।