চাটমোহরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

104

পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেল স্টেশনের অদূরে ডেঙ্গার ব্রিজ এলাকার রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবককে উদ্ধার করেছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, বেলা ১১টা ৪০ মিনিটে পুলিশ সদস্যরা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক ইসিজি পরীক্ষায় দেখা যায়, তিনি এর আগেই কিছু সময় পূর্বে মারা গেছেন।
ঘটনার বিস্তারিত জানাতে চাটমোহর রেল স্টেশনের কর্মচারী আমিরুল ইসলাম বলেন,সকালে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরে খবর পাই যে রাজশাহী–ঢাকা রেলসড়কের ডেঙ্গার ব্রিজের কাছে একজন ব্যক্তি ট্রেনে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি এবং চাটমোহর থানা পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠাই। পরে জানা যায় তিনি মারা গেছেন।
এদিকে, পরিচয় উদ্ঘাটনে কাজ করছে চাটমোহর থানা পুলিশ। হাসপাতালে উপস্থিত এক পুলিশ সদস্য জানান,
অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে আমরা বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছি। ইতোমধ্যে বেশ কিছু নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। আশা করছি দ্রুতই তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।