ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 days ago

18

বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

আব্দুল কাদির বলেন, ‘দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই।

যারা এ ঘটনা ঘটিয়েছেন, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।