শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা খাতুন নিহত

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

101

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের আনসার মোড়ে সোমবার (০১ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় বলদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন (৩৫) মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাবিনা খাতুন সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। আনসার মোড়ে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি মাটিভর্তি ড্রাম ট্রাক তার যাতায়াতের ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে দেখা যায়—ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা সাবিনার গ্রামের বাড়ি পাঁচিলগাতী।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্বাভাবিক কার্যক্রমে থমথমে পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা জানান, শান্ত স্বভাবের ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন সাবিনা খাতুন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীর শোকাহত।

উক্ত ঘটনার বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।