গৃহবধূকে পিটিয়ে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

101

ঢাকার কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) বিকেলে রুহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আছিয়া (২৫) কাঁঠালতলী দক্ষিণপাড়ার দীন মোহাম্মদের মেয়ে। গ্রেপ্তার সোহাগ (২৮) পুরাতন সোনাকান্দা মাতবর বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার বিকেলে দেখা করতে আছিয়া তার পরকীয়া প্রেমিক সোহাগের বাড়িতে যান। সেখানে কিছুক্ষণ পর তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে আছিয়াকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত আছিয়াকে স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় সোনাকান্দার নিজ বাড়ি থেকে ঘাতক সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি আছিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।