নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: 2 months ago

54

শিগগিরই নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিপিএলের দ্বাদশ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। তবে শুরুতে স্বাগত বক্তব্য দেওয়ার সময় মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দেন বিসিবি সভাপতি।

উদ্বোধনী বক্তব্যে বুলবুল বলেন, আমি ঘোষণা দিতে চাই যে, আমরা খুব শিগগিরই নারী বিপিএল শুরু করছি। আপনারা যদি নিজেদের পুরুষ দলের পাশাপাশি নারীদের দল রাখতে চান, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে, চলতি বছরের শুরুতে বিপিএল একাদশ আয়োজনে একই পরিকল্পনার কথা জানানো হলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে নতুন করে বুলবুলের ঘোষণা নারী ক্রিকেটের উন্নয়নে বিসিবির অঙ্গীকারকে আরও দৃঢ় করল বলেই মনে করা হচ্ছে।