দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া জেলা যুবদলের দোয়া ও মোনাজাত

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 1 month ago

104

‘গণতন্ত্রের মা’, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ খতম, মিলাদ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।