ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 1 month ago

173

এই শীতে দেশের মানুষ শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠান্ডার মুখোমুখি হতে যাচ্ছেন। তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানায়, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সে.) রূপ নিতে পারে। তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলেতে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘনকুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।