খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় টানা ১০ দিনের ধর্মীয় আয়োজন

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: 1 month ago

77

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লায় টানা ১০ দিন ধরে ধর্মীয় আয়োজন চলছে। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা–০৬ আসনের জননেতা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

আয়োজকরা প্রতিদিন কুরআন খতম, এতিমদের খাবার বিতরণ, পশু সদকা এবং বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করছেন।

রবিবার সকাল থেকে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শুরুতে কুরআন তেলাওয়াত এবং খতম সম্পন্ন হয়। বিকেলে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি এবং মাহাবুবুর রহমান দুলাল।
এছাড়া অংশ নেন মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন এবং অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন যে ধারাবাহিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন, তা তাঁর মানবিকতা এবং দায়িত্বশীলতার প্রকাশ। নেত্রীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসাও এতে স্পষ্ট।
তাঁরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা। তাঁরা দেশবাসীকে নেত্রীর জন্য দোয়া করার অনুরোধ জানান।

আয়োজকেরা বলেন, নেত্রীর সুস্থতা না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।