
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় উপজেলা চত্বরে মনোরম পরিবেশে গড়ে ওঠা সেবাব্রতী কিন্ডারগার্টেন স্কুল।
৮ই ডিসেম্বর রোজ সোমবার ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল সকল শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বিদায়ী অনুষ্ঠানে ভিন্ন আকর্ষণ ছিল গিফট দেওয়া। প্রত্যেক ছাত্র এবং শিক্ষকের গায়ে ছিল হাতের কারুকাজ করা গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি এবং মেয়েদের পরনে ছিল ওই একই রঙের শাড়ি। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম স্যার বলেন, শিক্ষার্থীদের যেভাবে গড়ে দিয়েছি। ইনশাল্লাহ সবাই একদিন ভালো পর্যায় যেতে পারবে। সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান লাবু স্যার বলেন, আমরা সকল ছাত্র-ছাত্রীদেরকে যত্ন সহকারে পড়িয়েছি। তাদের জন্য সব সময় আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থাকবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল ছাত্ররা অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছে, বিদায়ী সেই সকল ছাত্ররা হলো, রাফি, নাগীব মাহফুজ,পারভেজ, রিফাত, হামিম,অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত সকলের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।