কুমিল্লা মুক্ত দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: 1 month ago

65

কুমিল্লা ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয়। এই দিনটি প্রতি বছর মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনগণ শ্রদ্ধার সঙ্গে পালন করে। এবারও দিবসটি উপলক্ষে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শুরুর আগে আলোচনা সভা হয়। বক্তারা কুমিল্লা মুক্ত হওয়ার ঘটনাগুলো তুলে ধরেন। তারা শহীদদের অবদান স্মরণ করেন। তারা তরুণদের দায়িত্ববোধ, দেশের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের সত্যকে ধরে রাখার আহ্বান জানান।

কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রাশেদুল হক চৌধুরী। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনও অনুষ্ঠানে অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা কুমিল্লা মুক্ত দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা শহীদদের স্মরণ করেন। তারা স্বাধীনতার অর্জনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।