বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: 1 month ago

54

কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কোদালিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি এলাকায় স্বস্তি আনে, মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

৮ ডিসেম্বর ২০২৫ রাত ১০টা ৫০ মিনিটে এসআই মোঃ রাকিবুল হাছান ও এএসআই মোঃ শাহ পরান সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ২ নম্বর বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানস্থল থেকেই পুলিশ ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

গ্রেফতারকৃতের পরিচয়
নাম: মোঃ ইসহাক, বয়স ৩৬ বছর
পিতা: মৃত আব্দুর রশিদ
ঠিকানা: কোদালিয়া, বুড়িচং, কুমিল্লা

পুলিশ জানায়, ইসহাক ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে কুমিল্লাসহ আশপাশের এলাকায় সরবরাহ করত। সে একটি সক্রিয় মাদক চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। চক্রের অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

ইসহাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতে হাজির করা হবে।

স্থানীয়রা জানান, ইসহাক দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে নানা পরিবারকে ক্ষতির মুখে ফেলেছে। তার গ্রেফতারে তারা স্বস্তি প্রকাশ করেন। তারা বুড়িচং থানা পুলিশের সাহসী ভূমিকারও প্রশংসা করেন।

মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষতিকর প্রবণতার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক উদ্যোগকে সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে।