নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই : সারজিস আলম

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 1 month ago

53

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন পেছাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও জানান, ফেব্রুয়ারিত নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতি তাদের আস্থা রয়েছে। তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভুত্থানের ১৩ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোনো বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এ বাংলাদেশে তিনি এলে, তার জন্য কোনো সমস্যা তৈরির সুযোগ নেই।

নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ তুলে সারজিস আলম আরও বলেন, আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। আ.লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে, সুযোগ-সুবিধা নিয়েছে। আ.লীগকে যেমনভাবে সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনভাবে জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত।

সারজিস আলম পরে সাংবাদিকদের জানান, সন্ধ্যার মধ্যে এনসিপির প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করা মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ ঠাকুরগাঁও জেলার নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।