রংপুর-১ আসনে এনসিপির প্রার্থী জাপার ছাত্র সংগঠনের সাবেক সভাপতি

: রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: 1 month ago

71

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের একাংশ) মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি আল মামুনের নাম উল্লেখ করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

মো. আল মামুন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখসারির জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতারা জানান, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা আল মামুনকে বিবেচনায় নিয়েই তাকে রংপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা যায়, আল মামুন গত ২ ডিসেম্বর এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক হন। এর আগে ২০১৯ সালে তিনি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

এদিকে আল মামুন এনসিপির প্রার্থী হয়ে গণমাধ্যমের কাছে দাবি করেন, তিনি ১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করেন। ওই সময় জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের দাবিও করেন। কিন্তু জাতীয় পার্টি তেমন কিছু না করায় সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। আন্দোলনে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এনসিপি যেহেতু জুলাই অভ্যুত্থানের বড় একটা অংশ থেকে গঠিত হয়েছে সেই তাকে নিয়ে সমালোচনার সুযোগ নেই।

অন্যদিকে রংপুর-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন এনপিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। পরবর্তী ধাপে রংপুরের বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।