গাবতলীতে বেদে পল্লিতে হামলা সাপুড়ে শাকিল নিহত, আহত আরও দু*ই*জ*ন

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 month ago

48

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে অসহায় ভূমিহীন বেদে পল্লিতে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ৩টার দিকে হামলার সূচনা হয়। এরপর বুধবার সকালেও স্থানীয় একদল দুর্বৃত্ত পল্লিতে ঢুকে আবারও হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, রাতের শেষে কয়েকজনকে পল্লির দিকে যেতে দেখা যায়। সকালে এসে রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শাকিলকে বাঁচানো যায়নি। ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা করেন।

হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।