
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার ১২ ডিসেম্বর দিবাগত রাতে বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার অংশের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুক্কুর খান জানান, রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ১৬৬ দশমিক ৬৭ কিলোমিটার পয়েন্টে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। ট্রেনের আঘাতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে শনিবার সকালে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডিকে অবহিত করা হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।