
পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। ঘটনার ১০ দিন পর বিষয়টি জানাজানি হলে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গত ৩০ নভেম্বর চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা শের আলী (৩৫) মারা যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রথমে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফন সম্পন্ন হলেও পরে পরিবারের সদস্যদের সন্দেহ সৃষ্টি হয়।
মৃত শের আলীর স্ত্রী শারমিন খাতুন (২৬) কাটেঙ্গা গ্রামের শাহ আলমের মেয়ে এবং তার প্রেমিক অনিক (২২) একই গ্রামের মহাজন সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শের আলীর চিকিৎসার জন্য বিভিন্ন সংগঠন ও ইউটিউবারদের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি বড় অংশ শারমিন তার প্রেমিক অনিককে দিতেন।
মৃতের স্বজনদের দাবি, শারমিন ও অনিকের ফেসবুক মেসেঞ্জারের কথোপকথনে অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। কৌশলে শারমিনের ব্যবহৃত মোবাইল থেকে অনিককে টাকা দেওয়ার কথা বলে এলাকায় আসতে বলা হলে তিনি শুক্রবার বিকেলে সেখানে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে শারমিন ও অনিক পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেন। শারমিন এলাকাবাসীর সামনে জানান, গত ৩০ নভেম্বর তিনি একসঙ্গে দশটি ঘুমের ওষুধ স্বামীকে খাইয়েছিলেন। এরপর শের আলীর শারীরিক অবস্থার অবনতি হলে অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
শের আলীর মা শিরীনা খাতুন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, পরিবার থেকে লিখিত অভিযোগ না থাকলেও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।