শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল চকো সিরাপসহ বৃদ্ধা নারী গ্রেফতার

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 month ago

117

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল মাদকদ্রব্য চকো সিরাপসহ মোছাঃ আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

(১৪ ডিসেম্বর ২০২৫) শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের একটি টিম নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর–ঢাকা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ বোতল চকো সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোছাঃ আমেনা বেগমের পিতা মৃত নসির উদ্দিন এবং স্বামী মৃত সুলতান মিয়া। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ওসমানপুর গ্রামে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।