শহীদ বুদ্ধিজীবী দিবসে অশ্রুসিক্ত শ্রদ্ধা শহীদদের স্মরণে ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বিনম্র নিবেদন

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 month ago

85

আজ ১৪ ডিসেম্বর ২০২৫, শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞ আজও বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এই শোকাবহ দিনে সকল শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা ও গভীর সম্মান জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই শোধ হবার নয়। তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ডা. ফিরোজ মাহমুদ ইকবাল আরও বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আমাদের চোখ ভেজে ওঠে, হৃদয় ভারী হয়ে আসে।

তাঁদের আদর্শ ও ত্যাগকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি আজ নীরব শ্রদ্ধা, গভীর শোক ও অঙ্গীকারে মাথা নত করে স্মরণ করছে তাঁদের যাঁদের হারিয়ে দেশ আজও শূন্যতায় ভুগছে।