
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রবিবার বাদ আছর বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এর বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়াও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয় মাইল জামে মসজিদ, কাটাবাড়িয়া জামে মসজিদ, আড়িয়া স্কুল জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম,
শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, বর্তমান কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মোহসিন আলী, রফিকুল ইসলাম, ফজলুল হক উজ্জল, তমিজ উদ্দিন, এনামুল হক, আবু শাহীন, জাহিদুর রহমান, খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান,
বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু,
গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, মেহেদী হাসান বাপ্পী, বিপ্লব মিয়া, সুমন মিয়া, জাহিদুল ইসলাম গিট্টু, সুমন মিয়া, যুবদল নেতা সাহাদাত হোসেন,,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন,
সহ বিএনপি অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।