
পাবনার চাটমোহর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার মাহেলা বাজার ও পৌর সদরের পুরাতন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে মাহেলা বাজারে অবস্থিত আমিন ফুড-কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পৌর সদরের পুরাতন বাজার এলাকায় মেসার্স আলিফ-লাম-মিম ফার্মেসি-কে একই আইনের ৩৭ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং জননী কসমেটিক-কে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এভাবে দুইটি বাজারে মোট তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৩ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। অভিযানে পাবনা জেলা পুলিশের একটি দল ভোক্তা অধিকার কর্মকর্তাদের সার্বিক সহায়তা প্রদান করে।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে পাবনা জেলার বিভিন্ন উপজেলা, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ভেজাল খাদ্য ও পণ্য, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, অবৈধ পণ্য উৎপাদন ও বিক্রয় এবং অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।