বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল

: মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ: 1 month ago

75

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ই ডিসেম্বর রবিবার বাদ আছর বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদ, নয় মাইল জামে মসজিদ, কাটাবাড়িয়া জামে মসজিদ, আড়িয়া স্কুল জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল মোনাজাত করা হয়।

বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এর বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।