
১৪ ডিসেম্বর ২০২৫, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাসিরুল কোরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাহফিলটি পরিণত হয় এক হৃদয়ছোঁয়া ধর্মীয় সমাবেশে। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ইব্রাহিম সাজিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফিজুর রহমান (হিরু)। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই কোরআনের প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব। কোরআনের আলোকে জীবন পরিচালনা করতে পারলে সমাজ ও দেশে অন্যায়-অপকর্মের স্থান থাকবে না।
তাই প্রত্যেক মুসলমানের উচিত কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী জীবন গড়া। মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. ইয়াকুব (ইসলামপুরী, নরসিংদী)। তাঁর প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী বয়ানে মুসল্লিদের মাঝে গভীর ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।