চাটমোহরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 1 month ago

106

পাবনার চাটমোহর উপজেলায় বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে হাইব্রিড ও উফশী ধানের বীজসহ রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৭০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া পৃথক বরাদ্দের আওতায় ৫০ জন কৃষকের মাঝে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার কৃষকদের চাষাবাদে উল্লেখযোগ্য সহায়তা করবে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। চলতি মৌসুমে উপজেলায় মোট ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনায় উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।