মহান বিজয় দিবসে গাবতলী উপজেলার ১নং কাগইল ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

: রা
প্রকাশ: 1 month ago

158

১৬ ডিসেম্বর ২০২৫, যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছে বগুড়ার গাবতলী উপজেলার ১নং কাগইল ইউনিয়ন পরিষদ। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে কাগইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের মহিমা তুলে ধরে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাগইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিজয়ের স্লোগানে পুরো এলাকা হয়ে ওঠে মুখর ও উৎসবমুখর। র‍্যালি শেষে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন: প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর, কাগইল ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যবৃন্দ, হিসাব সহকারী, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠন, গণতন্ত্র সুসংহতকরণ এবং স্বাধীনতার আদর্শ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচারের আহ্বান জানান তারা। সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।