বগুড়া শিবগঞ্জ উপজেলা অসুস্থ সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনের পাশে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 4 weeks ago

51

১৭ ডিসেম্বর ২০২৫, বগুড়া শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আস্থা ও আলো ছড়ানো শিবগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত মেয়র জননেতা মতিয়ার রহমান মতিন একটি নাম, একটি ইতিহাস, একটি ভালোবাসার ঠিকানা। তাঁর অসুস্থতার খোঁজ নিতে মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩৭ বগুড়া–২ আসনের জোট প্রার্থী, নাগরিক ঐক্যের সভাপতি, ডাকসুর সাবেক দুইবারের ভিপি ও চাকসুর সাবেক জিএস জননেতা মাহমুদুর রহমান মান্না। সাক্ষাৎকালে মাহমুদুর রহমান মান্না সাবেক মেয়র মতিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গভীর আন্তরিকতায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, মতিয়ার রহমান মতিন শুধু একজন জনপ্রতিনিধি নন তিনি শিবগঞ্জের মানুষের ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। তাঁর অবদান ইতিহাস হয়ে থাকবে। এ সময় তিনি শিবগঞ্জ পৌরসভার উন্নয়নে সাবেক মেয়রের দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মাহমুদুর রহমান মান্নার আগমনে আবেগাপ্লুত সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এটাই আমার চাওয়া। তাঁর কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার, চোখে ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা। শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর সুস্থতা কামনায় এলাকাবাসীর হৃদয়ে আজও দোয়া, ভালোবাসা ও শুভকামনার ঢল যেন পুরো শিবগঞ্জ এক কণ্ঠে বলছে, শিগগিরই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরুন।