মিরপুর দুয়ারীপাড়ায় টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 4 weeks ago

54

ঢাকা ১৬ আসন মিরপুর দুয়ারীপাড়া এলাকার ৫ নম্বর রোডে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর ) আনুমানিক সন্ধ্যা ৭.২০ মি: সময় অগ্নিকাণ্ডটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে টিনশেড বাড়িটি দ্রুত আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখবে।