
আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এই মাসের সূচনা থেকে পবিত্রতম সংযমের মাস রমজানের দিন গণনা শুরু হয়ে যায়।
খালিজ টাইমস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আবুধাবির পর্যবেক্ষণ সংস্থা ‘খাত্তম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি’ ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সময় বিকেল ৪টা ৩০ মিনিটে এই অত্যাশ্চর্য চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ সূর্য থেকে ৬.৭ ডিগ্রি দূরে ছিল।
রজব মাসের হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস। ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে এটি একটি।
রজব থেকে রমজান পর্যন্ত সময়সীমা চন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে নির্ধারিত হয়। রজব শেষ হওয়ার পর শাবান মাস তার নিজস্ব চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়, এরপর কেবল রমজানের চাঁদ দেখা গেলেই রমজান মাস আসে।
রমজান সাধারণত রজব শুরু হওয়ার প্রায় দুই চান্দ্র মাস পরে ঘটে। যদিও সঠিক সময়টি প্রকৃত চাঁদ দেখার ওপরেই নির্ভর করবে।