বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন

: বগুড়া ব্যুরো
প্রকাশ: 4 weeks ago

156

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তাঁর মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডিপি সাইফুল ইসলাম বাদশার নেতৃত্বে দলটির ৫জন সিনিয়র সদস্য স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পরে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতার জন্যই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৫ ডিসেম্বর দেশে এলেও তারেক রহমানের পক্ষে হয়তো বগুড়ায় এসে মনোনয়ন ফরম জমা দেওয়া সম্ভব হবে না। তাঁর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফরম জমা দিবেন। তবে দেশে এলে তিনি বগুড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন।