পাবনা-৩ বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন তুহিন

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

91

পাবনা-৩ সংসদীয় আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে বিএনপির চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে তুহিনের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথমে তুহিনকে দলীয়ভাবে প্রাথমিক মনোনয়ন প্রদান করলে তা বাতিল এবং স্থানীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে পাবনা-৩ এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ দাবিকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম এবং চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে পাবনা-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।