চাটমোহরে ‘শুভ বড়দিন’ উদযাপন: উৎসবের আমেজ ও নিরাপত্তা জোরদার

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

140

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে চাটমোহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। যীশু খ্রীস্টের জন্মদিবস উদযাপনের জন্য উপজেলার খ্রিষ্টান পল্লী ও ১৫টি গ্রামে চলছে সাজসজ্জা, আলোকায়ন ও বিশেষ আয়োজন।

উৎসবকে কেন্দ্র করে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ গৃহ-গীর্জা আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, আল্পনা ও গোশালা সাজিয়েছেন। বড়দিনের মূল উদ্দেশ্য যিশু খ্রীস্টের বার্তা অনুসরণ করে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। তাই গ্রামে গ্রামে আত্মীয়-স্বজন একত্র হয়ে আনন্দ ভাগাভাগি করছেন।

স্থানীয় গৃহিনী ও পরিবাররা অতিথি আপ্যায়নের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন পিঠাপুলি ও খাবারের আয়োজন করে তারা বড়দিনকে আরামদায়ক ও আনন্দময় করার চেষ্টা করছেন।
চাটমোহরের ছোট-বড় মিলিয়ে ১১টি ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট গীর্জায় এবার বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপিত হয়।

উপজেলার পৌরসভা, মথুরাপুর, হরিপুর ও ফৈলজানা ইউনিয়নের বিভিন্ন খ্রিষ্টান পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কর্মজীবী মানুষও দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন।

স্থানীয় পুরোহিতরা প্রত্যাশা ব্যক্ত করেছেন, এই বড়দিন উদযাপন যিশুর শিক্ষার মতো শান্তি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেবে এবং সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে উৎসব উপভোগ করবে।