তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 weeks ago

48

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেন দেশে ফিরে এলেন, দেখলেন আর মানুষের হৃদয় জয় করে নিলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এভাবেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বর্ণনা করেছেন।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আহমদ লেখেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা- যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে বিএনপির এই নেতা লিখেছেন, আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য-তারেক রহমান।

পোস্টের শেষ অংশে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবার ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখার পর গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান।