সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 weeks ago

71

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকে বসেন তারা।

সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।