পাবনা-৩ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

75

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজির সরকার, ফরিদপুর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মজিবর রহমান, কেএম সাইদ-উল ইসলাম কাফিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। দলীয় মনোনয়ন না পাওয়ায় কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।