সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলায় দুদকের চার্জশিট দাখিল

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 3 weeks ago

104

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু’র বিরুদ্ধে ৭৭ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুদক। অভিযুক্ত ওই আসামি পলাতক থাকায় অভিযোগ পত্রে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া জারীর জন্য প্রার্থনা করা হয়েছে। বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সাবেক এমপি মোঃ রেজাউল করিম বাবলু ওরফে গোলবাগী বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আকন্দ পাড়ার মৃত ময়েজ উদ্দিন গোলবাগীর ছেলে।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন হতে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু’র বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে দুদক জেলা কার্যালয় বগুড়ায় গত ২০২৪ সালে তৎকালীন উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম দুনীতি দমন কমিশন আইনে এই মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে সহকারী পরিচালক মোঃ তারিকুর রহমান তদন্ত করেন এবং তিনি অন্যত্র বদলি হওয়ায় মামলাটির তদন্ত ভার সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামের উপর অর্পন করা হয়। তদন্তকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক জাহিদুল ইসলাম তদন্ত শেষে তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুত ভাবে অবৈধ ৭৭ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় ওই আসামী মোঃ রেজাউল করিম বাবলুকে দুর্নীতি দমন কমিশন আইনে অভিযুক্ত করে গত ২১ ডিসেম্বর স্বাক্ষরিত অভিযোগ প ভাইত্র ওই আদালতে দাখিল করেন।