ধানের শীষে প্রচার, ট্রাক প্রতীকে চূড়ান্ত লড়াই

: চট্টগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 weeks ago

61

বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে নির্বাচনে অংশ নিতে গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর), কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে তিনি স্থানীয় প্রার্থী হিসেবে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরবর্তীতে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার দপ্তরে গণঅধিকার পরিষদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হাসানুল ইসলাম রাজা।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান সাংবাদিকদের জানান, পাবনা-৩ আসনে ট্রাক প্রতীকে হাসানুল ইসলাম রাজাই দলের চূড়ান্ত প্রার্থী। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পাবনা-৩ এলাকায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচার-প্রচারণা চালান হাসানুল ইসলাম রাজা। তিনি ঘুষ, দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে সক্রিয় ছিলেন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে পাবনা-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হাসানুল ইসলাম রাজা পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৭ হাজার ভোট অর্জন করেন।