ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

: নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 weeks ago

50

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার বেলঘরিয়া শিবপুর এলাকার ফরজ আলী শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৬) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে মো. বিপ্লব হোসেন (৩৫)।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক ও তার সহকারী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।