
০১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এক দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। এ সময় তিনি মরহুমা দেশনেত্রীর জন্য বিশেষ দোয়া করেন এবং উপস্থিত সকলের প্রতি তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান। দোয়া মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আকুল প্রার্থনা করা হয় তিনি যেন তাঁর ‘রহমানুর রহিম’ নামের উসিলায় মরহুমা বেগম খালেদা জিয়ার সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে দুনিয়াতে যেভাবে তাঁকে ইজ্জত ও সম্মান দান করেছেন, কিয়ামতের ময়দানেও যেন ঠিক তেমনভাবেই সম্মানিত করেন এই কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এতিমখানার শিশু ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া শেষে মরহুমা দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমিন