ক্ষমা চাইলেও রক্ষা হলো না দলীয় পদ!

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 2 weeks ago

84

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ারফ শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি তার দলীয় পদ।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজির সম্প্রতি এমন কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, যা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশনায় শাজাহানপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নাজিরকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দল কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গতকাল বগুড়ার ইয়াকুবিয়া স্কুল মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।