মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাহত স্মরণে শিবগঞ্জে শীতার্ত মানুষের পাশে জাকারিয়া ইসলাম (বিপ্লব)

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 2 weeks ago

73

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে শিবগঞ্জ উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী মো. জাকারিয়া ইসলাম (বিপ্লব)। মানবিক দায়িত্ববোধ থেকে নতুন বছরের শুরুতেই তিনি শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বাদ জুম্মার নামাজের পর বিকেল আনুমানিক ৩টায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর মণ্ডলপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার শীতার্ত ও অসহায় মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের মুরুব্বিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: মো. মোত্তাকিন সরকার, মো. তানভীর রহমান তোহা, মো. নুরনবী মণ্ডল, মো. ওমর ফারুক, মো. শাহাদাৎ হোসেন, মো. সাদিক ও মো. ধলু মিয়াসহ আরও অনেকে। মানবিক এই উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহানুভূতিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ বিষয়ে মো. জাকারিয়া ইসলাম (বিপ্লব) বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাহত স্মরণে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সচেতন সকলের উচিত শীত মৌসুমে মানবিক সহায়তায় এগিয়ে আসা। অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।