চাটমোহর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 1 week ago

46

থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদক
পাবনার চাটমোহর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত ৪ জানুয়ারি রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ৫ জানুয়ারি সোমবার তাদেরকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্য ইয়াবা কারবারির অভিযোগে বোঁথড় গ্রামের বেলাল প্রামানিকের ছেলে সোহেল রানা (২৫) এবং গুনাই গাছা এলাকার মোবারকের ছেলে জাকিরুল (৩২) রয়েছেন। এছাড়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মথুরাপুর মণ্ডলপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আব্দুল আলিম (৩২) ও আরিঙ্গাইল গ্রামের শফিউল আলমের ছেলে নাহিদ হাসান সৌরভ (২০) গ্রেপ্তার হন।
বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—হরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫১) এবং দিলচলন ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি কিতাব খলিফার ছেলে সাগর হোসেন নিলয় (২৫)।
এছাড়া সন্দেহভাজন হিসেবে বালুচর মহল্লার মেরাজ আলীর ছেলে শিহাব (২৩) ও নব শাহার ছেলে নয়ন (১৯) কে আটক করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।