তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শাজাহানপুরে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 1 week ago

47

আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টন।
অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,আবু শাহীন সানি সহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীন জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি জোরদার করা হচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য সব স্তরের নেতাকর্মী মাঠে সক্রিয়।