বিপুল অস্ত্র-গুলিসহ নারী আটক

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 1 week ago

55

কক্সবাজারের রামুতে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বাড়িতে এই তল্লাশি চালায়। অভিযানে ​একটি দেশীয় তৈরি এলজি,​ দুটি পুরাতন জংধরা পিস্তল, ​৬টি বড় চায়নিজ রাইফেলের গুলি,​ ৪৯টি ছোট পিস্তলের গুলি,​ ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাঁটের অংশ বিশেষ, দুটি লম্বা ধারালো দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল এবং একটি কাটার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিমের। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সব অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।